ভূমি অধিগ্রহণ না করায়, মেহেরপুরে দুই বছর ধরে পড়ে আছে সাত কোটি টাকার সেতু। ভোগান্তিতে মেহেরপুর-কুষ্টিয়ার ১০ লাখ মানুষ। জমির মালিকেরা জানান, কেউই যোগাযোগ করেনি। আর কর্তৃপক্ষ বলছে, মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে ফাইলপত্র।
মেহেরপুর-কুষ্টিয়া মাথাভাঙ্গা নদীর উপর নির্মিত সাড়ে সাত কোটি টাকার সেতু। পড়ে আছে দুই বছর ধরে। দীর্ঘদিনেও ভূমি অধিগ্রহণ না করায়, মেহেরপুরের গাংনী উপজেলা ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার অন্তত ১০ লাখ মানুষ পড়েছে চলাচলের ভোগান্তিতে। সংযোগ সড়ক না থাকায় দূরদূরান্ত দিয়ে ঘুরে মেহেরপুর-কুষ্টিয়া যাতায়াত করছে স্থানীয়রা।
জমির মালিকদের অভিযোগ, ভূমি অধিগ্রহণের জন্য তাদের সঙ্গে এখনো কেউ যোগাযোগ করেনি।
এদিকে, এলজিইডির কর্মকর্তা জানালেন, কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সড়ক নির্মাণ হলে দুই জেলার মানুষের ভোগান্তি কমবে বলে জানান এই ইউপি সদস্য।