19 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরছেন রাজধানীবাসী

ভোগান্তি ছাড়াই ঈদ শেষে ঢাকায় ফিরছেন রাজধানীবাসী। ছুটি শেষ হলেও যাত্রীচাপ নেই খুব একটা। মহাসড়কের কোথাও নেই চিরচেনা যানজট । সড়ক পথের ন্যায় রেল যাত্রাও ভোগান্তিহীন।

মাথায় কাজের তারনা আর মননে প্রিয়জনের সাথে কাটানো স্মৃতি। রেখে আসা আপনজন আর ঈদের আনন্দ সব পিছনে ফেলে আবারো কর্মব্যস্ত শহরে কর্মজীবী মানুষ।

বুধবার (১৯ জুন) সকাল থেকেই বাস কাউন্টার গুলোতে দেখা যায় যাত্রীদের সরব উপস্থিতি। ছিলো না চিরচেনা যানজট সহ বাড়তি কোন ভোগান্তি। তাই ‍খুশি যাত্রীরাও।

সড়ক পথের ন্যায় রেলপথের যাত্রীদের অভিজ্ঞতাও ইতিবাচক। ছিলো না কোন সিডিউল বিপর্যয়। ঈদ ফেরত যাত্রীদের ভোগান্তি এড়াতে চালু আছে বিশেষ ট্রেন।

তবে ঈদের আগে যারা বাড়ি যেতে পারেননি তারা যাচ্ছেন স্বজনদের কাছে। কেউ কেউ বেড়াতে যাচ্ছেন কক্সবাজার, কুয়াকাটা সহ পর্যটন কেন্দ্র গুলোতে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন