বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। বলেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
সকালে যশোর শহরের বড়বাজারে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণের সময়, তিনি এসব কথা বলেন। জানান, দেশবাসী এই সিদ্ধান্তকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে। যে কারণে ভোটকেন্দ্রে ভোটার পাওয়া যায় নাই। আর এজন্যই নির্বাচন কমিশনার বলেন এক শতাংশ ভোটও নাকি গ্রহণযোগ্য। এ সময় জেলা বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।