22 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁওয়ের মৌ-চাষিরা

মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁওয়ের মৌ-চাষিরা। গাছের ফাঁকে ফাঁকে বাক্স বসিয়ে সংগ্রহ করছেন সুস্বাদু মধু। তবে এবারে আবহাওয়া ভালো না থাকায় অনেকটাই চিন্তিত চাষিরা। অন্যদিকে কৃষি বিভাগের দাবি, পরাগায়নের ফলে এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন হবে লিচুর।

ঠাকুরগাঁওয়ের লিচুবাগানগুলোতে মুকুলের সমারোহ। আর সেখানে চোখে পড়বে ঝাঁকে ঝাঁকে মৌমাছির আনাগোনা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, ঠাকুরগাঁওয়ে ২শ ৮১ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। মধু সংগ্রহে দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন চাষিরা। চলতি মাস থেকে জেলার বিভিন্ন এলাকায় ৫০০টি বাক্সে মধু জমা করছে মৌমাছি। তবে আবহাওয়া ভালো না থাকায় মধু কম পাচ্ছেন বলে জানিয়েছেন চাষীরা।

মৌমাছির আনাগোনা বাড়ায় পরাগায়ন ভালো হয়েছে দাবি করে কৃষি বিভাগ বলছে, এর ফলে এবার লিচুর ফলনও বেশি হবে। ঠাকুরগাঁয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম জানিয়েছেন, ‘‘আমরা মৌয়ালদের সবসময় উৎসাহ দিয়ে থাকি। মধু উৎপাদনের কারণে পরাগায়ন নিশ্চিত হওয়ায়, এবার লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।’’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন