30 C
Dhaka
বৃহস্পতিবার, মে ৩০, ২০২৪
spot_imgspot_img

মধ্যরাতে শেষ হচ্ছে উপজেলা নির্বাচনের প্রচার

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ১৪১ উপজেলায় নির্বাচন হচ্ছে। মধ্যরাত থেকে শেষ হচ্ছে ভোটের প্রচার-প্রচারণা।

তাই শেষ মুহুর্তে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ছেঁয়ে গেছে নির্বাচনী এলাকার পথঘাট। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। প্রচারণায় থেমে নেই পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। শান্তিপূর্ণ ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ভোটের কারণে আগামী ৮ মে এসব এলকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

রাঙ্গামাটির জুরাছড়ির দুর্গম এলাকার ৭টি ভোটকেন্দ্রে, হেলিকপ্টারে করে উপজেলা নির্বাচনের সরঞ্জাম ও লোকবল পাঠানো হয়েছে।

ব্যালট পেপার, ব্যালট বাক্স, সংশ্লিষ্ট কর্মকর্তা ও যাবতীয় সরঞ্জামাদী, সকালে হেলিপ্যাডে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দায়িত্বশীলদের হাতে তুলে দেয়া হয়। এদিকে, গাজীপুরে নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। দুপুরে, জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম প্রেস ব্রেফিং এ কথা বলেন।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন