ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায়, ইয়াদ আল-মাগারি নামে আরও এক মেয়রের মৃত্যু হয়েছে। তিনি গাজার নুসেইরাতের মেয়র ছিলেন।
মধ্য গাজায় ইসরায়েলি অভিযানে পাঁচজন নিহত হন। যার মধ্যে নুসেইরাতের জনপ্রিয় মেয়রও ছিলেন। পৌরসভা দপ্তরে ইসরায়েলি বাহিনী হামলা চালালে তারা প্রাণ হারান। এদিকে মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে একটি বাড়িতে ইসরায়েলি হামলায়, চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৬৫৪ জনে।