30 C
Dhaka
বৃহস্পতিবার, মে ৩০, ২০২৪
spot_imgspot_img

ময়মনসিংহে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ সদর উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার যাত্রী এক নারীসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চার জন। ২৭ এপ্রিল সকাল ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মাইন উদ্দিন।

হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ওসি মাইন উদ্দিন বলেন, নালিতাবাড়িগামী একটি বাসের সঙ্গে ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী এক নারী ও এক পুরুষ মারা যান।

খবর পেয়ে এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন