১৯/০৬/২০২৫, ০:১১ পূর্বাহ্ণ
26.1 C
Dhaka
১৯/০৬/২০২৫, ০:১১ পূর্বাহ্ণ

নিরাপদ মাতৃত্ব বিষয়ে নেত্রকোনার দুর্গাপুরে মতবিনিময় সভা

নেত্রকোনার দুর্গাপুরে নিরাপদ মাতৃত্ব বিষয়ে স্থানীয় ডাক্তার, ধাত্রী, পল্লী চিকিৎসক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে দুঃস্থ্য স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) মাতৃসদন হাসপাতাল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ডিএসকে‘র আঞ্চলিক ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেনহাসপাতাল ব্যবস্থাপক ধ্রুব সরকার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিক্যাল অফিসার তানজিরুল ইসলাম রায়হান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, এনজিও সমন্বয় পরিষদের সাবেক সভাপতি শামীম কবীর, সাবেক কাউন্সিলর ডা. রমজান হোসেন, ডিএসকে কর্মকর্তা নিরন্তর বনোয়ারী, রুপক কুমার সরকার প্রমুখ।

বক্তারা বলেন, একজন মা গর্ভাবস্থায় বা প্রসবের আগে পরে শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে। সকলের উচিৎ এ সময় ডাক্তারের পরামর্শ ক্রমে ঔষধ সেবন করানো। মা নিরাপদ মানে ওনার গর্ভের সন্তান নিরাপদ। প্রসবকালীন বা এর আগে ও পরে মায়ের স্বাস্থ্যসেব নিশ্চিতে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় ডিএসকের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ কাজ করে যাচ্ছেন ২৫ বছর ধরে। সেইসাথে ডিএসকে মাতৃসদন স্বল্পমুল্যে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছে। নিরাপদ মাতৃত্ব নিয়ে সেবা পেতে সকলকে ডিএসকে হাসপাতালে আসার আহবান জানানো হয়।

পড়ুন: নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে জয়পুরহাটে সড়ক নিরাপত্তা কমিটির সভা

দেখুন: কোন ব্যাংকে টাকা রাখবেন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন