20 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

মাদারীপুরে ঘুষ গ্রহণের দায়ে দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

মাদারীপুরে পুলিশে চাকরি দেয়ার কথা বলে পুলিশ সদস্যের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, কনস্টেবল পদে চাকরির দেয়ার কথা বলে কনস্টেবল তানজিলা ও শহিদুল ইসলাম মাদারীপুর সদরের মস্তফাপুর গ্রামের রবিদাসের ছেলে রতনের কাছ থেকে ১৪ লাখ টাকা ঘুষ নেন। বিপরীতে তাকে একটি ব্ল্যাঙ্ক চেক প্রদান দেন। কিন্তু রতনের কনস্টেবল পদে চাকরি না হওয়ায় পরবর্তীতে টাকা ফেরত চান। টাকা ফেরত না দিয়ে তারা রতনকে হুমকি দেন। বাধ্য হয়ে মাদারীপুর পুলিশ সুপার বরাবর অভিযোগ দেন রতন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন