15.1 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫

মারা গেছেন অভিনেত্রী স্মৃতি বিশ্বাস

চলে গেলেন ভারতীয় সিনেমার বরেণ্য অভিনেত্রী স্মৃতি বিশ্বাস। গতকাল বুধবার (৩ জুলাই) বার্ধক্যজনিত কারণে মহারাষ্ট্রের নাসিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে অভিনেত্রীর মৃত্যুর খবর জানিয়ে নির্মাতা হংসল মেহতা লিখেছেন, ‘শান্তি এবং আরও সুখের জায়গায় চলে যান, প্রিয় স্মৃতিজি। ধন্যবাদ আমাদের জীবনকে সমৃদ্ধ করার জন্য।’ পোস্টে অভিনেত্রীর বেশ কয়েকটি ছবিও জুড়ে দিয়েছেন তিনি।

শিশু শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন স্মৃতি বিশ্বাস। এরপর কাজ করেছেন গুরু দত্ত, ভি শান্তরম, মৃনাল সেন, বিমল রায়, বিআর চোপড়া এবং রাজ কাপুরের মতো কালজয়ী নির্মাতাদের ছবিতে। সহ শিল্পী হিসেবে পেয়েছেন দেব আনন্দ, কিশোর কুমার, বলরাজ সাহানির মত অভিনেতাকে।

বাংলা ছবি ‘সন্ধ্যা (১৯৩০)’ দিয়ে চলচ্চিত্র জগতে তার অভিষেক হয়। ১৯৬০ সালের ‘মডেল গার্ল’ ছিল তার সর্বশেষ হিন্দি ছবি। নির্মাতা এসডি নারাংকে বিয়ের পর সিনেমায় কাজ করা ছেড়ে দিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন