24.9 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

মার্কিন দূতাবাসের কর্মী কমাবে ট্রাম্প প্রশাসন

বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র তাদের দূতাবাসের কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তাই বিষয়টি নিয়ে দূতাবাসগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। শুক্রবার নাগাদ দূতাবাসের কর্মীদের একটি তালিকা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে পাঠানোর কথা রয়েছে। এরপর পররাষ্ট্র দপ্তর থেকে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মার্কিন দূতাবাসের কর্মী কমাবে ট্রাম্প প্রশাসন

রয়টার্সের তথ্যমতে, দূতাবাসে স্থানীয়ভাবে নিয়োগ পাওয়া ১০ শতাংশ কর্মীদের ছাটাইয়ের প্রস্তাব করেছে কিছু কিছু দূতাবাস। এই ১০ শতাংশসহ একটি নামের তালিকা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে। এরপর সেখান থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ন্যাশনাল মিউজিয়াম অব আমেরিকান ডিপ্লোমেসির তথ্যমতে, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোতে কূটনীতিকদের পাশাপাশি বিভিন্ন ধরনের কর্মী থাকে এবং এই কর্মীদের বেশিরভাই স্বাগতিক দেশ থেকে নিয়োগ দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের স্টেট ডিপার্টমেন্ট থেকে গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম বিভাগ থেকে ৬০ জনের মতো চুক্তিভিত্তিক কর্মীকে ছাঁটাই করেছে। এবার দূতাবাসগুলোতেও এমন ছাঁটাই হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেখুন: ২৩ ফেব্রুয়ারি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছেন নাহিদ?

আরও: পদত্যাগ করবেন কি উপদেষ্টা আসিফ-নাহিদ-মাহফুজ?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন