সাগরিকার পাড়ে টানা তিন জয়ে সিরিজ নিশ্চিত হয়েছে আগেই। এবার শেষ দুই ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার পালা।
সেই লক্ষ্যে আজ মাঠে গড়াবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের চতুর্থ ম্যাচ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। প্রথম তিন ম্যাচের স্কোয়াডে ছিলেন না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। দুজনই ফিরেছেন দলে।
তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন আফিফ হোসেন ও পারভেজ হোসেন ইমন। স্কোয়াডে রাখা হয়েছে সৌম্য সরকারকে। আর বিশ্রামে আছেন পেসার শরিফুল ইসলাম।