মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা নির্বাচনের দিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠুসহ অন্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে সংগঠনটির কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্ধ শতাধিক সাংবাদিক এতে উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাচনে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করেছেন। সেখানে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়।