21 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

মূল্যস্ফীতি কমাতে আপ্রাণ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

মূল্যস্ফীতি কমাতে আপ্রাণ চেষ্টা করছে সরকার। জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে রাজধানীতে এসএমই পণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তাগিদ দেন বিভিন্ন এলাকার পণ্য খুঁজে বের করে, নতুন বাজার তৈরির।

দেশীয় উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রসারের লক্ষে প্রতিবছর এসএমই পণ্য মেলের আয়োজন করে শিল্প মন্ত্রণালয়। এবার ১১তম আসর। সপ্তাহব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছে ৩৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান, যাদের ৬০ শতাংশই নারী উদ্যোক্তা।

সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৩ বিজয়ী সাতজন মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও স্টার্ট আপ উদ্যোক্তাকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন তিনি।

দেশি পণ্যের প্রসারে এসএমই মেলার বিশেষ ভূমিকা তুলে ধরেন সরকারপ্রধান। আহবান জানান, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের।

বিশ্ব পরিস্থিতির খারাপ না হলে আরও মাথাপিছু আয় বাড়তো, জানান প্রধানমন্ত্রী। বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার।

এলাকাভিত্তিক পণ্য খুঁজে বের করে, বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে। উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান সরকারপ্রধান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন