দোষ স্বীকার করার সমঝোতা করে যুক্তরাজ্যের কারাগার থেকে মুক্তি পেলেন গোপন তথ্য ফাঁস করে সাড়া জাগানো উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মাধ্যমে তিনি মুক্তি পেয়েছেন। তিনি দোষ স্বীকার করবেন বলে রাজি হয়েছেন। ফলে নিজের দেশ অস্ট্রেলিয়ায় ফিরতে পারবেন।
ইতিমধ্যে জেল থেকে ছাড়া পেয়ে লন্ডন ত্যাগ করেছেন অ্যাসাঞ্জ। গুপ্তচরবৃত্তি নিয়ে মার্কিন আইন ভঙ্গ করার জন্য ক্ষমা চাইবেন জুলিয়ান আসাঞ্জ। যুক্তরাষ্ট্রের অভিযোগ, উইকিলিকস ইরাক ও আফগানিস্তান যুদ্ধ সংক্রান্ত তথ্য প্রকাশ করে বহু মানুষের জীবন বিপন্ন করেছে।
-বিজ্ঞাপন-