টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আজ দল ঘোষণার কথা থাকলেও তাসকিনের ইনজুরির কারণে সেটির সম্ভাবনা নেই। দল ঘোষণা হবে আগামীকাল।
জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের আগে ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে চোটে পড়েন তাসকিন। পরে জানা যায়, তাসকিনের শরীরের এক পাশের মাংসপেশির চোট বেশ গুরুতর। তাসকিনের এমআরআই রিপোর্ট পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ ডাক্তারের কাছে। রিপোর্ট দেয়ার পর বোঝা যাবে বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কি না। আর সে পর্যন্ত অপেক্ষা করবে বিসিবি।