হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বিরতির আলোচনা ব্যর্থ হয়েছে। গাজার রাফা সীমান্তে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল সেনারা। রাফা ছেড়ে পালিয়েছে অন্তত ৮০ হাজার ফিলিস্তিনি। এদিকে, ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের হুঁশিয়ারির জবাবে, একাই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু।
এবারের যুদ্ধ বিরতির আলোচনা বেশ আশা জাগিয়েছিল। মিশরের রাজধানী কায়রোতে এ নিয়ে বৈঠকে বসেছিল দু পক্ষ, তবে একটি চুক্তি নিশ্চিত করার প্রচেষ্টা জোরদার হওয়ার পরও তা ভেস্তে যায়। গাজার একমাত্র নিরাপত্তা স্থল মিশরের রাফা সীমান্তে হামলা শুরু করেছে ইসরায়েল। কমপক্ষে ৮০ হাজার ফিলিস্তিনি রাফা ত্যাগ করেছে।
রাফা সীমান্তে হামাস ঘাপটি মেরে আছে বলে দাবি ইসরায়েলের। একারণে সেখানে বড়ধরনের অভিযান চালানোর পরিকল্পনা করেছে দেশটি। কিন্তু সেখানে বড় সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা বন্ধ করবে বলে হুশিয়ারি দিয়েছেন বাইডেন। প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল একাই লড়াই চালিয়ে যাবে।
এদিকে ইসরায়েলে পণ্য পরিবহনকারী যে কোনো জাহাজে হামলার হুমকি হুতিদের। ইয়েমেনের হুথিদের নেতা আব্দুল মালিক আল-হুথি বলেন, ইসরায়েলে পণ্য সরবরাহের সঙ্গে সম্পর্কিত যে কোনও সংস্থার জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।
এমন পরিস্থিতিতে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের আরও ৫ দেশ। আয়ারল্যান্ডের গণমাধ্যম আরটিইর তথ্য বলছে, স্পেনের নেতৃত্বে আয়ারল্যান্ড, স্লোভেনিয়া, মাল্টা ও নরওয়ে যৌথভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফিলিস্তিনকে।