অস্ত্রের পেছনে নয়, মানুষের জীবনমান উন্নয়নে অর্থ ব্যয় করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে রাজধানীতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিশ্ব নেতাদের পরামর্শ দেন, যুদ্ধ না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজতে। অনুষ্ঠানে তিন জন আহত শান্তিরক্ষীকে সম্মাননা তুলে দেন সরকারপ্রধান। তিনি বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা প্রশংসার সাথে দায়িত্ব পালন করছে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন রোল মডেল।