রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে এক ওয়াজ মাহফিলের খিচুড়ি খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১২ জন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার রাতে খিচুড়ি খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে তারা। এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মো: রোকনুজ্জামান বলেন, ১২ জন রোগী রাতে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হন। গুরুতর অসুস্থ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। আর কয়েকজন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।