০৮/০৭/২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ণ

লালমনিরহাটে গরীব-অসহায় পরিবারগুলোর মাঝে গরুর মাংস বিতরণ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে লালমনিরহাটে গরীব, অসহায় ও এতিম শিশুদের পরিবারগুলোর মাঝে গরুর মাংস বিতরণ করেছেন মানবিক সংগঠন হাইয়া আলাল ফালাহ। সার্বিক সহযোগিতা করেন, লালমনিরহাট জেলা প্রতিনিধি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে দিনভর চলে গরুর মাংস প্রস্তুত ও প্যাকেট করার কাজ। পরে আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ৫০০ পরিবারের মাঝে তা বিতরণ করা হয়।

ঈদের আগ মুহূর্তে মাংস পেয়ে খুশি এসব অসহায় পরিবার। অনেকেই চোখে জল নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এমন মহৎ উদ্যোগের জন্য দোয়া করেন।

এ বিষয়ে অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু বলেন, আরাফাতের দিন হলো আল্লাহর কাছে মাফ চাওয়ার ও আত্মশুদ্ধির দিন। এই পবিত্র দিনের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সকলের মাঝে ছড়িয়ে দিতে পারাই মানবতার প্রকৃত দৃষ্টান্ত।

তিনি আরও জানান, এই বিতরণ কার্যক্রম সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন তিনি।

স্থানীয়দের মতে, এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতি, সহানুভূতি ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

পড়ুন: সাফল্যের স্বীকৃতি দিতে লালমনিরহাট সরকারি কলেজের ব্যতিক্রমী উদ্যোগ

দেখুন: লালমনিরহাটে চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতের নাজিরের ঘুষ দাবি!

এস

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন