সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া নতুন ৩ বিচারপতি শপথ নিয়েছেন। ২৫ এপ্রিল সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী। এর আগে বুধবার (২৪ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত তিন বিচারককে শপথ গ্রহণের তারিখ থেকে আপিল বিভাগের বিচারপতি নিয়োগ করেছেন।
নিয়োগ পাওয়া তিন বিচারপতি হলেন- বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। প্রধান বিচারপতিসহ এতোদিন আপিল বিভাগে পাঁচজন বিচারপতি ছিলেন। নতুন ৩ বিচারপতি যোগ দেওয়ায় এ সংখ্যা এখন আট জন।