27 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

শাহবাগে ৭ ঘণ্টা অবস্থানের পর ফিরে গেলেন শহীদ পরিবারের সদস্যরা

প্রায় ৭ ঘণ্টা শাহবাগে অবস্থানের পর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের আশ্বাসে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। এরপর থেকে পরে শাহবাগ এলাকায় যান চলাচল শুরু হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কর্মসূচি স্থলে গিয়ে তাদের দাবি পূরণের আশ্বাস দেন সারজিস আলম।

তিনি বলেন, খুনি হাসিনা ও তার দোসরদের বিচার না করা হলে তা হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। আবার জীবন দিয়ে হলেও তার বিচার নিশ্চিত করা হবে। 

শহীদ পরিবারের সঙ্গে ছাত্র প্রতিনিধিরা আলোচনার মাধ্যমে তাদের সকল যৌক্তিক দাবি উপদেষ্টাদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আশ্বাসও দেন সারজিস আলম। 

উপদেষ্টাদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু প্রতিফলন না দেখে তিনি বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া সবার যৌক্তিক দাবি বুঝিয়ে দিতে হবে।

তাদের দাবিগুলো হচ্ছে — প্রতিটি হত্যার বিচারের লক্ষ্যে আসামিদের ১০ দিনের মধ্যে গ্রেপ্তার নিশ্চিত করতে হবে; শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে; শহীদ পরিবারের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। শহীদ পরিবারের মাসিক সম্মানীর দ্রুত ব্যবস্থা করতে হবে এবং শহীদদের বীরের মর্যাদা দিতে হবে।

পড়ুন:পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে আন্দোলনকারী শিক্ষার্থীরা

দেখুন:ঢাকার দুই সিটিতে ডেঙ্গুর হটস্পট ১১টি এলাকা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন