26 C
Dhaka
রবিবার, অক্টোবর ৬, ২০২৪
spot_imgspot_img

‘শিক্ষকদের আন্দোলনে সরকার কর্ণপাত করছে না’

সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলসহ তিন দফা দাবিতে দশম দিনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালনকালে শিক্ষকরা বলেন, সরকারের কেউ বিষয়টিতে কর্ণপাত করছে না। যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলসহ তিন দফা দাবিতে ১০ম দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

দাবী আদায়ের লক্ষ্যে বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে অবস্থান করেন শিক্ষকরা। অভিযোগ করেন, তাদের আন্দোলনকে সরকার গুরুত্ব দিচ্ছে না।

আন্দোলনের ফলে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় সেশনজটের শঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নে আন্দোলনকারী শিক্ষকরা বলছেন, দাবী মানা হলে ক্ষতি পুষিয়ে নিতে বন্ধের দিনেও ক্লাস পরীক্ষা নেয়া হবে।

একই দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন