সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পেতে আজও রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি চলছে। শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, তাঁদের দাবিতে সরকার একমত তবে আইনি কাঠামো মেনেই ফলাফল ঘোষণা করা হয়েছিলো। এদিকে হাইকোর্টের দেয়া রায় আজ স্থগিত করেননি সুপ্রিম কোর্ট।
১৩তম দিনেরমতো শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন প্রাথমিকের শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা। এই সময়টা ছিলো ঘটনাবহুল। কখনো মূল সড়ক অবরোধ, কখনো পদযাত্রা। বারবার পুলিশের লাঠিপেটা, টিয়ারশেল, জলকামান সইতে হয়েছে। তবে আন্দোলনের মাঠ ছাড়েননি।
আজ ডিসি সম্মেলনে এ বিষয়ে কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা। আন্দোলনকারীদের দাবিতে সরকারের সহানুভূতি আছে বলে জানান তিনি। তবে উপদেষ্টা বলেন, নিয়ম মেনেই ফল ঘোষণা হয়েছে। রায়ের বিরুদ্ধে আপিলও করেছে মন্ত্রণালয়।
প্রাথমিকের ৮৫ শতাংশ বই স্কুলে পৌঁছে গেছে। এ মাসের মধ্যে স্কুলে স্কুলে সব বই পৌঁছে যাবে বলেও জানান উপদেষ্টা।
এদিকে প্রাথমিকের ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেননি সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। আপিল বিভাগে এ বিষয়ে ২ মার্চ শুনানি করার আদেশ দেয়া হয়েছে।
এনএ/