31 C
Dhaka
সোমবার, মার্চ ১৭, ২০২৫

সাদপন্থিদের ইজতেমা শুরু, তুরাগতীরে দেশের বৃহত্তম জুমার জামাত

মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভি অনুসারীদের আয়োজনে, টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে, ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। যোগ দিয়েছেন দেশ-বিদেশের লাখো মুসল্লি। দুপুরে অনুষ্ঠিত হয় দেশের বৃহত্তর জুম্মার নামাজের জামায়াত। নিরাপত্তায় ছিল ৫ স্তরের ব্যবস্থা।

নিজামুদ্দিন মারকাজ অনুসারীদের বিশ্ব ইজতেমার আজ প্রথম দিন। এরইমধ্যে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসুল্লিরা যোগ দিয়েছেন। খিত্তায় খিত্তায় মুসল্লিদের তালিম দিচ্ছেন মুরুব্বিরা। তাদের বয়ানের আলোকে ধর্মীয় আচার আচরণ শোধরে নেওয়ার চেষ্টায় অংশগ্রহণকারীরা।

দুপরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ। ইমামতি করেন মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। ভেদাভেদ ভুলে বিশ্ব দরবারে একটি সুন্দর ইজতেমা তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন তাবলীগের মুরুব্বি ও সংশ্লিষ্টরা।

আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন মুসুল্লীরা।

সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তায় পুলিশের সাথে কাজ করছে সিটি কর্পোরেশন। ৫ স্তরের নিরাপত্তার অধীনে পুলিশের ৬ হাজার ৮শ সদস্যের পাশাপাশি, দায়িত্ব পালন করছেন স্বেচ্ছাসেবী মুসুল্লিরা।

আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হবে, তিনদিনব্যাপী নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরুব্বি সাদ কান্ধলভির অনুসারীদের ইজতেমা।

এনএ/

দেখুন: দীর্ঘ প্রতিক্ষার পর যমুনা রেল সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন