33 C
Dhaka
শনিবার, জুলাই ২৭, ২০২৪
spot_imgspot_img

সবজি ও গরুর মাংসের দাম বেড়েছে

বাজারে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে সবজির দাম। টমেটো, বেগুন, শসার দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। একই চিত্র মাংসের বাজারে। সপ্তাহের ব্যবধানে গরুর মাংসের দাম বেড়েছে ৩০ টাকা। ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিং না থাকায় সাধারণ মানুষের পকেট কাটছে ব্যবসায়ীরা।

প্রচণ্ড গরমের কারণে নাজেহাল জনজীবন। সপ্তাহিক ছুটির দিনেও বাজারে লোকসমাগম কম। এক দিকে তীব্র গরম, সেই সাথে সবজির চড়া মূল্য অস্বস্তি বাড়াচ্ছে ক্রেতাদের। সপ্তাহের ব্যবধানে বেগুনের দাম কেজিতে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। বাড়তি দরের তালিকায় আছে পটল, টমেটো ও শসা। বিক্রেতাদের অযুহাত, তীব্র গরমে ক্ষেত নষ্ট হচ্ছে তাই বাজারে সবজির সরবরাহ কম। ক্রেতাদের অভিযোগ, পর্যাপ্ত বাজার মনিটরিং না থাকায় যখন ইচ্ছা দাম বাড়াচ্ছে দোকানীরা।

একই চিত্র মাংসের বাজারে। সপ্তাহের ব্যবধানে ৩০ টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ টাকায়। তবে ব্রয়লার মুরগীর দাম আগের চেয়ে কিছুটা কমেছে, বিক্রি হচ্ছে ২০০ টাকায়। রমজানের মতো সারা বছর বাজার মনিটরিং করলে কিছুটা হলেও অস্থিরতা কমবে বলে মনে করেন ক্রেতারা।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন