দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। ২ মে সকালে চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, ফেনী ও নোয়াখালীতে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদরা বলছেন, গত ক‘দিন শুধু সিলেটে বৃষ্টি হচ্ছিল। সেটা এখন চট্টগ্রাম ও ময়মনসিংহে ছড়িয়ে পড়েছে। আস্তে আস্তে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোর থেকেই নোয়াখালীর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সকাল ৮টার দিকে কয়েকটি স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। কোনো কোনো জায়গায় বজ্রপাতের খবরও পাওয়া গেছে।
চলতি বছরের এপ্রিল মাসের শুরু থেকে দেশের অধিকাংশ জেলাতে টানা তীব্র তাপপ্রবাহ বইতে শুরু করে। ৩০ এপ্রিল দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যশোরে।
স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।