সার্বিয়ায় সরকারবিরোধী আন্দোলনে নেমেছেন ছাত্র-জনতা। গত ১৫ নভেম্বর সার্বিয়ার নোভি সাদ শহরে রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জনের প্রাণহানি ঘটে। এ মর্মান্তিক ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন করেন শিক্ষার্থীরা।
দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে গত শনিবার (১৫ মার্চ) রাজধানী বেলগ্রেডের রাস্তায় নেমে আসেন হাজার হাজার ছাত্র-জনতা। সরকারি তথ্য অনুযায়ী, সেখানে প্রায় ১ লাখ ৭ হাজার মানুষ অংশ নেন। তবে বিবিসির প্রতিবেদন বলছে, ওই রাতে প্রায় ৩ লাখ ২৫ হাজার মানুষ বিক্ষোভে যোগ দেন।

এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে ছাত্রসমাজ। এবার তাদের প্রতি সমর্থন জানিয়েছেন সার্বিয়ার ক্রীড়াক্ষেত্রের তারকা নোভাক জোকোভিচ।
টেনিস কোর্টের কিংবদন্তি জোকোভিচ প্রমাণ করলেন, তিনি শুধুমাত্র খেলার মধ্যেই সীমাবদ্ধ নন, বরং সাধারণ মানুষের পাশে থাকার প্রয়োজনীয়তাও অনুভব করেন।
তার ভেরিফায়েড ইনস্টাগ্রামে আন্দোলনের ছবি ও ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘ইতিহাস! অসাধারণ’।
জোকোভিচের ঝুলিতে রয়েছে ২৪টি গ্র্যান্ডস্ল্যাম শিরোপা এবং ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জয়।

বিক্ষোভকারীরা দাবি করছেন, তারা এমন একটি রাষ্ট্র চান যেখানে সঠিকভাবে কাজ হয়। যেই ক্ষমতায় থাকুক, ন্যায়বিচারের জন্য চার মাস অপেক্ষা করতে রাজি নন তারা।
এই ছাত্র আন্দোলনের চাপে গত বছরের নভেম্বরেই পদত্যাগ করেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক। তবে চার মাস পেরিয়েও কেউ বিচারের মুখোমুখি হননি। তাই ‘ফিফটিন ফর ফিফটিন’ ব্যানারে লাখো মানুষ রাস্তায় নেমে তাদের দাবি জোরালো করেছেন।
এনএ/