রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২:৩০টার দিকে রুইলুই পাড়ায় অবস্থিত মনটানা রেস্তোরাঁসহ আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার এ ঘটনা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাজেকের অবকাশ রিসোর্টে আগুনের সূত্রপাত হয়। একেবারে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের অন্যান্য রিসোর্টে ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জয় গণমাধ্যমকে জানান, “আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে, তবে আগুন অনেক বড় এবং এখনো কিছু বলা সম্ভব নয়।

সাজেকে পর্যটন কেন্দ্রে দমকল বাহিনীর কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস রওনা হয়েছে।
স্থানীয়রা ও সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তবে এই আগুনের কারণে বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার বলেন, “এটি খুবই দুঃখজনক ঘটনা। আমরা সবকিছু চেষ্টা করে যাচ্ছি আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে।” স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী পরিস্থিতি মোকাবেলা করতে আপ্রাণ চেষ্টা করছে।
পড়ুন: খামারিকে আটকে গোয়াল ঘরে আগুন, ৭ গরু দগ্ধ, এক বাছুরের মৃত্যু
দেখুন :কাকরাইলে এস এ পরিবহনে লাগা আগুন নিয়ন্ত্রণে |
ইম/