17 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

সিলেটে বন্যার পানি কমছে, ভোগান্তিতে মানুষ

টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার সঙ্গে দেখা দিচ্ছে ভূমিধস। ভোরে কক্সবাজারে পাহাড় ধসে এক দম্পতি নিহত হয়েছে। এদিকে, সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে, নদ-নদীর পানি বাড়ছে উত্তরাঞ্চলে।

কদিন ধরে ফের হঠাৎ বন্যার কবলে সিলেট। বিভিন্ন এলাকা ডুবে আছে পানিতে। গতরাতে নতুন করে বৃষ্টি হয়নি। এতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

সুনামগঞ্জেও পানি কমছে। তবে এখনো পানিবন্দি লাখো মানুষ। কয়েকটি এলাকার সড়ক যোগাযোগ এখনো বিছিন্ন।

হবিগঞ্জের খোয়াই নদীর পানি কমতে শুরু করলেও বাড়ছে কুশিয়ারা নদীর পানি। জেলার ৯টি উপজেলার ৫০টি গ্রামে পানিবন্দি লক্ষাধিক মানুষ।

এদিকে, দেশের উত্তরাঞ্চলে নদ-নদীর পানি আরও বেড়েছে। নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর অঞ্চলে বিপাকে মানুষ। নীলফামারী ও সিরাজগঞ্জে নদী ভাঙনও দেখা দিয়েছে।

বন্যার পাশাপাশি টানা বৃষ্টির প্রভাবে ভূমিধসও দেখা দিচ্ছে। ভোরে কক্সবাজার শহরে পাহাড় ধসে গর্ভবতী স্ত্রীসহ স্বামী নিহত হয়েছেন।

চট্টগ্রামেও রয়েছে পাহাড় ধসের শঙ্কা। জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে মাইকিং, প্রস্তুত রয়েছে আশ্রয়কেন্দ্র।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন