১৬/০৬/২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ণ
30.7 C
Dhaka
১৬/০৬/২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ণ

সুপার এইটের ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে আজ (২১ জুন) মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। সেন্ট লুসিয়ায় ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

সুপার এইটে নিজেদের প্রথম খেলায় জয় পেয়েছে উভয় দলই।

এর আগে গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সুপার এইটে এসে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেচের বিশাল ব্যবধানে হারায় তারা। প্রোটিয়াদের বিপক্ষে এই ম্যাচ জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বর্তমান চ্যাম্পিয়নদের।

অন্যদিকে সুপার এইটের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারায় দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে প্রোটিয়া দলনায়ক এইডেন মার্করাম জানান, জয়ের ধারা অব্যাহত রাখতে চায় তার দল।

এই পর্যন্ত ২৫ বারের দেখায় দুই দল সমান ১২টি করে ম্যাচ জিতেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন