30 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ২৫, ২০২৪
spot_imgspot_img

সুপার এইটের লড়াইয়ে শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের লড়াইয়ে আগামী শুক্রবার (২১ জুন) মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এন্টিগাতে ম্যাচটি শুরু হবে ভোর সাড়ে ৬টায়।

অপেক্ষাটা প্রায় দেড় যুগের। টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে সুপার এইটে খেলেছিল বাংলাদেশ। এরপর পেরিয়েছে সাতটি আসর। তবে গ্রুপ পর্বের বাধা উৎরানো হয়নি একবারও। এবার সেই আক্ষেপ ঘুচলো।

সুপার এইটে গ্রুপ পর্বের ব্যাটিং দুর্দশা কাটিয়ে ওঠার আশা অধিনায়ক শান্তর।

অন্যেদিকে এই বিশ্বকাপে এখনো পর্যন্ত অপরাজিত অজিরা। বি গ্রুপের শীর্ষ দল হিসেবেই শেষ আটের টিকিট কাটে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

একই ভেন্যুতে ২২ জুন সুপার এইটের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। ভারতও এখনো পর্যন্ত অপরাজিত। রোহিতদের বিপক্ষে লড়াইটাও বেশ জমে টাইগারদের।

সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলার আগে অবশ্য খানিকটা সময় পাবে বাংলাদেশ। ২৫ জুন সুপার এইট পর্বের শেষ ম্যাচে রশিদ খানের মুখোমুখি হবে শান্তরা। এবারের আসরে দুর্দান্ত ছন্দে আছে আফগানরা।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন