১৪/০৭/২০২৫, ১৮:৫৮ অপরাহ্ণ
25.7 C
Dhaka
১৪/০৭/২০২৫, ১৮:৫৮ অপরাহ্ণ

সুপার এইটে যাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ

নেপালকে ২১ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। ডি গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে নাম লিখিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

এবারের আসরে মোট ২০টি দল অংশ গ্রহণ করে। চারটি গ্রুপে ভাগ হয়ে খেলে তারা। প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে মোট ৮টি দল জায়গা করে নিয়েছে সুপার এইটে।

সুপার এইটে বাংলাদেশ পড়েছে গ্রæপ ওয়ানে-এ। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। তিন দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ।

আগামী ২১ জুন স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইট পর্ব শুরু করবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২২ জুন বাংলাদেশ সময় রাতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে টাইগাররা।

সেন্ট ভিনসেন্টে ২৫ জুন সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়।


গ্রুপে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল সেমিফাইনালে যাবে।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন