সৌদি সুপার কাপের ফাইনালে আল ইতিহাদ ক্লাবকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে আল হিলাল ক্লাব। আবু ধাবির মাঠে ১১ এপ্রিলের ম্যাচে আল হিলালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম দুই গোল করে জয়কে সহজ করে দেন। দর্শকসারিতে বসে নিজ দলের ফাইনাল ম্যাচ দেখেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ৪টি সৌদি সুপার কাপ শিরোপা জয়ী আল হিলাল ম্যাচের মাত্র ৫ মিনিটে ম্যালকমের গোলে এগিয়ে যায়।
ম্যালকম জানিয়েছেন, এটা খুবই কঠিন লড়াই ছিলো, দুই গোল করে খুশি এবং আমরা আনন্দিত এটা আমাদের এই মৌসুমের প্রথম শিরোপা। আমাদের সামনে আরও কয়েকটি শিরোপা জয়ের সুযোগ আছে।
খেলার ২১ মিনিটে খেলায় সমতা ফেরান আব্দের রাজ্জাক হামদেল্লাহ। খেলার ৪৪ মিনিটে আবারো এগিয়ে যায় আল হিলাল।
সৌদি প্রো লিগেও শিরোপা জয়ের দ্বারপ্রান্তে রয়েছে আল হিলাল। লিগের ৭ ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় অবস্থানে থাকা আল নাসর থেকে ১২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছে। এশিয়ান চ্যাম্পিয়ানস লীগ এবং সৌদি কিংস কাপেও আল হিলাল সেমি ফাইনালে।