39.2 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

লন্ডনে মেট্রো স্টেশনের বাংলা নামফলক, যা বললেন ইলন মাস্ক 

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হোয়াইট চ্যাপেল মেট্রো স্টেশনের নামফলক বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই লেখা হয়েছে। সম্প্রতি একজন ব্রিটিশ এমপি এর বিরোধিতা করেছেন। তার মতে, ‘সাইনেজ বা নামফলক কেবল ইংরেজিতেই হওয়া উচিত।’ তিনি হলেন গ্রেট ইয়ারমাউথের সংসদ সদস্য রুপার্ট লোয়ে।

তার মন্তব্যকে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও প্রখ্যাত ধনকুবের ইলন মাস্ক।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, লন্ডনের হোয়াইট চ্যাপেল রেলস্টেশনে দ্বিভাষিক সাইনেজ অর্থাৎ নামফলক নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ব্রিটিশ এমপি রুপার্ট লোউ সরাসরি এর বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, ‘সাইনেজ শুধুমাত্র ইংরেজিতে হওয়া উচিত।’

গ্রেট ইয়ারমাউথের এমপি রুপার্ট লোউ সামাজিক যোগাযোগমাধ্যমে রোববার হোয়াইট চ্যাপেল স্টেশনের দ্বিভাষিক সাইনবোর্ডের একটি ছবি পোস্ট করেন। সাথে ক্যাপশনে লিখেন, এটি লন্ডন—স্টেশনের নাম ইংরেজিতেই থাকা উচিত, শুধুমাত্র ইংরেজিতে!

রুপার্ট লোউয়ের এই মন্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। বিষয়টি আরও আলোচিত হয় যখন প্রযুক্তি উদ্যোক্তা ও এক্সের মালিক ইলন মাস্ক এই পোস্টে এক শব্দে মন্তব্য করেন, ‘হ্যাঁ’।

রুপার্ট লোউয়ের পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর আলোচনা শুরু হয়। অনেক ব্যবহারকারী তার বক্তব্যকে সমর্থন করে বলেন, যুক্তরাজ্যে শুধুমাত্র ইংরেজি ভাষাতেই সাইনবোর্ড থাকা উচিত। অন্যদিকে, অনেকেই এর বিরোধিতা করে বলেন, একটি বহুজাতিক ও বৈচিত্র্যময় সমাজে বিভিন্ন ভাষায় সাইনেজ থাকা উচিত।

এনএ/

দেখুন: কক্সবাজার রেলস্টেশনে নেই স্ক্যানার, মাদক – অস্ত্র পাচারের শঙ্কা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন