জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় সাড়ে ৫ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
সকালে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম। সভায়, ভবিষ্যতে কোনো স্থাপনায় নিজের না রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এমনকি শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিজের নাম বাদ দেয়ারও নির্দেশ দেন। পরে সবার অনুরোধে নামটি রাখতে সম্মতি দেন প্রধানমন্ত্রী।