স্মৃতিসৌধ প্রাঙ্গণকে সাজিয়ে তোলা হয়েছে লাল-সবুজের আভায়। আগামীকাল ৫৩তম মহান বিজয় দিবস। পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এদিন বিজয় অর্জন করে স্বাধীন বাংলাদেশ। শত শত সন্তানহারা মায়ের আর্তনাদ ও হাজার হাজার মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বিজয় নিশান ওড়ে বাঙলার বুকে।
বিজয় দিবস উপলক্ষ্যে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। আগামীকাল সকাল থেকে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে এখানে নামবে হাজারো মানুষের ঢল।
শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা সুশৃঙ্খল ও নিরাপদ করতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
সরেজমিনে দেখা যায়, ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে এর প্রাঙ্গণকে। রং তুলির আঁচড় ও বাহারি ফুল ও সৌন্দর্যবর্ধনকারী গাছের সমন্বয়ে প্রাঙ্গণ জুড়ে তৈরি করা হয়েছে লাল-সবুজের দারুণ এক আবহ। এছাড়া লেক সংস্কার ও পাদদেশ থেকে চূড়া পর্যন্ত ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে।
পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন বলেন, ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে স্মৃতিসৌধ ও তার আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজর রাখবে।
এ বছর ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। এতে বিজয় দিবস ঘিরে দীর্ঘ ১৭ বছর পর ভিন্ন মাত্রায় প্রস্তুতি নিচ্ছে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল।