চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৯২২ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগই তীব্র গরমের কারণে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মৃতদের অধিকাংশই মিসরের নাগরিক। দেশটির আবহওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে মক্কার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সোমবার মক্কার তাপমাত্রা ছিল ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবার প্রায় ১৮ লাখ মানুষ হজ করতে গেছেন। এদিকে আজ হজের ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে।
-বিজ্ঞাপন-