১৬/০৬/২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ
32 C
Dhaka
১৬/০৬/২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ

হজে গিয়ে মোট ২১ বাংলাদেশির মৃত্যু

চলতি বছর সৌদি আরবে হজ করতে গিয়ে আরও ৩ জন বাংলাদেশি মারা গেছেন। এ পর্য়ন্ত হজে মোট ২১ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। বুধবার (১৯শে জুন) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৮ জুন) রাত ৩টা পর্যন্ত বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে মোট ২১ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। সর্বশেষ তোফাজ্জল হক (৭০) নামে একজন হজযাত্রী মারা গেছেন। মারা যাওয়া হজ যাত্রীদের মধ্যে পুরুষ ১৮ জন এবং নারী ৩ জন।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজ শেষে বৃহস্পতিবার (২০ জুন) থেকে হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শুরু হবে।

গত শনিবার (১৫ জুন) এবারের হজ অনুষ্ঠিত হয়। এবার বাংলাদেশ থেকে সর্বমোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন।

৯ মে থেকে ১২ জুন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ২১৮টি। বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০৬টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৭৫টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৩৭টি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন