‘মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হলে ফিলিস্তিনিসহ বিশ্ব মুসলিমের দাবি আদায় সহজ হতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘হজ ব্যবস্থাপনা উন্নত করেছে সরকার’। ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড দুঃখজনক বলেও মন্তব্য করেন সরকার প্রধান।
চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ হতে পারে আগামী ১৬ জুন। বাংলাদেশ থেকে এবার হজে যোগ দিতে ইচ্ছুক ৮৫ হাজার জন। আগামীকাল প্রথম ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন ৪১৯ হজযাত্রী।
আশকোনা হাজি ক্যাম্পে দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, অনলাইনে সহজভাবে হজ নিবন্ধনের ব্যবস্থা করেছে সরকার। এতে কমেছে হয়রানি।
ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আরব ভুখন্ড তাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ইসলাম শান্তির ধর্ম উল্লেখ করে, ধর্ম নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মানুষের পাশাপাশি বিশ্ব উম্মাহর জন্য হাজিদের কাছে দোয়া কামনা করেন সরকার প্রধান।