31 C
Dhaka
রবিবার, অক্টোবর ২৭, ২০২৪
spot_imgspot_img

হজ শেষে দেশে ফিরেছেন ১১ হাজারের বেশি হজযাত্রী

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফেরা শুরু করেছেন হজযাত্রীরা। এ পর্যন্ত দেশে ফিরেছেন ১১ হাজার ৬৪০ জন বাংলাদেশি। তিনটি এয়ারলাইনসের ৩০টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফেরেন।

সোমবার (২৪ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে এই তথ্য জানা যায়। ২০ জুন থেকে শুরু হয় হজের প্রথম ফিরতি ফ্লাইট। আর হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি দেশে আসবে আগামী ২২ জুলাই।

হজ ব্যবস্থাপনা পোর্টালের দেওয়া তথ্য থেকে জানা যায়, এখন পর্যন্ত ৩০টি ফিরতি ফ্লাইটে এই হাজিরা দেশে ফেরেন। আর এই ৩০টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল ৮, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল ১০ এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ছিল ১২।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী সৌদি আরব যান হজ করতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জন। আর বাংলাদেশ থেকে মোট ২১৮টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছিলেন তারা। হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রেই এই তথ্য জানা যায়।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন