হবিগঞ্জের দেউন্দি, রঘুনন্দন, গেলানীয়া ৫টি চা বাগানের কর্মচারীদের ৭ মাসের বকেয়া বেতন, বোনাসসহ পরিশোধের দাবিতে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন হয়েছে।
দুপুরে চুনারুঘাটের দেউন্দি চা বাগানে এ কর্মসূচী পালিত হয়। স্টাফ, কর্মচারীরা বলছেন, দেড় কোটি টাকা বকেয়ার দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেও কোন লাভ হয়নি। বাংলাদেশ টি এষ্টেট ষ্টাফ এসোসিয়েশনের সংগঠনের আঞ্চলিক সভাপতি ডাঃ সুনীল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাকারিয়া আহমেদ।
বক্তারা বলেন, দেউন্দি, রঘুনন্দন, গেলানীয়ার পাঁচটি চা বাগানের শ্রমিকদের সাত মাসের বেতন-ভাতা, গ্র্যাচুইটিসহ নানা পাওনা বকেয়া রয়েছে। ফলে স্টাফরা তাদের সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে এবং দোকান বাকি পরিশোধ করতে পারছেন না।