ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। যে কারণে ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ঝোঁক বেড়েছে পুঁজিবাজারে। লেনদেনের ধারাবাহিক বৃদ্ধিতে সাধারণ বিনিয়োগকারীরাও রয়েছেন, কিছুটা স্বস্তিতে।
চিরাচরিত নিয়মানুযায়ী, সুদহার বাড়লে শেয়ারবাজার কমে। অন্যদিকে সুদহার কমলে ইতিবাচক চিত্র দেখা যায় পুঁজিবাজারে। বুধবার প্রাপ্ত তথ্য মতে, দুই বছরের ট্রেজারি বন্ডের সুদহার ১২.১২ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১০.৯৮ শতাংশে। অন্যদিকে ৩৬৪ দিনের সুদহার ১১.৫৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০.৯৯ শতাংশে।
সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে মূল্যস্ফীতি। এছাড়া আগামী জুন মাসের মধ্যে মূল্যস্ফীতি ৬-৭ শতাংশে নামিয়ে আনার টার্গেটে কাজ করছে সরকার। এতে আগামী মাস থেকেই সুফল দেখা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ঋণগ্রস্ত কোম্পানিগুলোর সুদের চাপে কমে যায় মুনাফা। এতে ইপিএসে কমে যাওয়ায় শেয়ার দরেও পড়ে নেতিবাচক প্রভাব।
এদিকে সুদহার কমায় ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে। ধারাবাহিকভাবে বাড়ছে দৈনিক লেনদেনের পরিমাণ। বাজার মূলধনেও রয়েছে ইতিবাচক প্রভাব।
এনএ/