কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা থেকে সমুদ্রপথে পাচারের সময় ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। ২৮ এপ্রিল রাত থেকে ২৯ এপ্রিল ভোর পর্যন্ত জেলার চকরিয়া উপজেলার কুটাখালী ইউনিয়নের পশ্চিমাংশের চকরিয়া-মহেশখালী সমুদ্র চ্যানেলের বহলতলী চিংড়িজোন এলাকায় ইয়াবা উদ্ধারের এ অভিযান চালানো হয়।
চকরিয়ার ইতিহাসের সর্ববৃহৎ এ ইয়াবার চালান জব্দ করার তথ্য ২৯ এপ্রিল গণমাধ্যমকে জানান পুলিশ সুপার (এসপি) মাহফুজুল ইসলাম।
এসপি জানান, ‘‘নির্দিষ্ট পোশাক পরিবর্তন করে লুঙ্গি ও গামছা পরে মাছ ধরার জেলে সেজে রাতভর সমুদ্র মোহনায় ওঁৎ পেতে ছিল পুলিশ। ভোরে ইয়াবার সর্ববৃহৎ চালানটি জব্দ করে চকরিয়া থানা পুলিশ।’’
প্রতি পিস ইয়াবা ৩০০ টাকা হারে জব্দকৃত ইয়াবার বর্তমান বাজারমূল্য ৩ কোটি ৭৫ লক্ষ টাকা। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, থানার ইতিহাসে এত বড় ইয়াবার চালান আগে কখনো উদ্ধার করা হয়নি।
ইয়াবার চালান পাচারের ঘটনায় জড়িতদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তৎপরতায় ইয়াবাভর্তি ট্রলার ফেলে যারা পালিয়েছে তাদেরকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে চকরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।