20 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

২০১৯ সালের তুলনায় ২০২৩-এ ঢাকায় ডেঙ্গু রোগী ৪২ হাজার কম

২০১৯ সালে ঢাকা শহরে ১ লাখ ৫৫ হাজার ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। ২০২৩ সালে উত্তর ও দক্ষিণ মিলিয়ে ঢাকা শহরে ডেঙ্গু রোগী ছিল এক লাখ ১৩ হাজার। সে গেল চার বছরে ঢাকা শহরে ডেঙ্গু রোগীর সংখ্যা ৪২ হাজার কম ছিল। এমনটাই দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন উত্তরের মেয়র।

মৌসুম শুরুর আগেই হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এবার আবহাওয়া ও এডিস মশার চরিত্র বদল, চিন্তায় ফেলেছে স্বাস্থ্য বিভাগকে। তাই আগেভাগেই তারা হাসপাতালগুলোকে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে। এখন প্রতিদিন গড়ে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন সারাদেশের হাসপাতালে।

ইতিমধ্যে ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে দুই সিটী করপোরেশন। ঢাকা উত্তর সিটির ডেরেন ও খালে পাওয়া বর্জের প্রদর্শনী প্রদর্শনে এসে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগনকেও এগিয়ে আসতে হবে। এসময় ডেঙ্গু নিয়ন্ত্রনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান উত্তরের মেয়র।

এর আগে সকালে এক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটির মেয়র জানান, গেল ৪ বছরের ব্যাবধানে ঢাকা শহরে ৪২ হাজার ডেঙ্গু রোগী কমেছে।

এবার মৌসুম আাসার আগেই ডেঙ্গুর পুর্ভাবাস থাকায় বিভিন্ন সরকারী,বেসরকারী অফিস ও থানাগুলোতে অগ্রীম অভিযান চালানো হবে বলেও জানান দক্ষিণের মেয়র।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন