26 C
Dhaka
শনিবার, অক্টোবর ১২, ২০২৪
spot_imgspot_img

৩২ টাকায় ধান এবং ৪৫ টাকায় চাল কিনছে সরকার

চলতি বছর বোরো মৌসুমে কৃষকের কাছ থেকে ৩২ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান কিনবে সরকার। গতবার সরকার ধান কেনে ৩০ টাকা দরে। গতবারের চেয়ে এবার ১ লাখ টন বেশি ধান কেনা হবে।

৭ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান কেনা কর্মসূচি চলবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মন্ত্রী জানান, বেশি ধান কেনা হবে হাওর থেকে। ২১ এপ্রিল সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য, পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে কৃষকের কাছ থেকে ৫ লাখ টনের বেশি ধান কেনা হবে। এবার ৪৫ টাকা কেজি দরে ১১ লাখ টন সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। গতবার ৪৪ টাকা কেজি দরে কেনা হয়েছিল। এছাড়া ৪৪ টাকা কেজি দরে এক লাখ টন আতপ চাল কিনবে সরকার। ৩৪ টাকা কেজি দরে ৫০ হাজার টন গমও কেনা হবে।

মন্ত্রী জানান, কৃষক যাতে তাঁর উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে। খাদ্যমন্ত্রী বলেন, দেশে এখন খাদ্য মজুত আছে ১২ লাখ টন। কোনো ঘাটতি নেই।

খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা বছরে দুবার অনুষ্ঠিত হয়। এ কমিটির সভাপতি খাদ্যমন্ত্রী। কমিটিতে মোট মন্ত্রী আছেন ৮ জন, সচিব আছেন ১০ জন। খাদ্যশস্যের উৎপাদন, চাহিদা, মজুত এসব বিষয়ে আলোচনা হয়ে থাকে সভায়। এ ছাড়া খাদ্য-সম্পর্কিত বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন