33 C
Dhaka
শনিবার, জুলাই ২৭, ২০২৪
spot_imgspot_img

৪ অঞ্চলে ঝড়ের আভাস, দিনের তাপমাত্রাও বাড়তে পারে

আজ ২৩ এপ্রিলের সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাবপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার ও রাঙ্গামাটি জেলাসহ ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তবে বাড়তে পারে দিনের তাপমাত্রা। রাতের তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপপ্রবাহের কারণে ২২ এপ্রিল নতুন করে তিন দিনের জন্য হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর। পুরো এপ্রিলজুড়েই এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। পাশাপাশি মে মাসেও গরম থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শ্রমজীবী মানুষেরা বলছেন, ৬০ বছর বয়সে এরকম গরম দেখি নাই। ঘরে থাকা যায় না। বাইরে রাস্তায় বসে থাকি। গরমে কাজ কর্ম করতে পারছি না। আমরা যারা বাইরে কাজ করি তাদের জন্য বেশি সমস্যা।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন