বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়েছে। তবে, তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ২০ মার্চ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। আইনমন্ত্রী জানান, খালেদা জিয়ার পরিবারের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত্র চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে আইন মন্ত্রণালয়।