31.9 C
Dhaka
বুধবার, মার্চ ২৬, ২০২৫

গাজায় অভিযান বন্ধ করার দাবিতে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ

গাজায় সামরিক অভিযান বন্ধ এবং অবরুদ্ধ জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

গতকাল বুধবার (১৯ মার্চ) রাজধানী জেরুজালেমে পার্লামেন্ট ভবনের কাছে হাজারো মানুষ এই বিক্ষোভে অংশ নেয়।

নেতানিয়াহুবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল এই বিক্ষোভের আয়োজন করে। সমাবেশে বিক্ষোভকারীরা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন, যেমন—‘আপনি সরকারপ্রধান, আপনিই দায়ী’ এবং ‘আপনার হাতে রক্ত লেগে আছে’।

৬৭ বছর বয়সী নেহামা ক্রিসলার এএফপিকে বলেন, “আমরা শুধু তাকে (নেতানিয়াহু) স্মরণ করিয়ে দিতে এসেছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জিম্মিদের মুক্তি।”

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এটি ছিল জেরুজালেমে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বিক্ষোভ।

মাত্র তিন দিন আগে ভয়াবহ বিমান হামলার পর এবার গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে নিরাপত্তা পরিধি সম্প্রসারণ এবং একটি আংশিক মুক্তাঞ্চল (বাফার জোন) তৈরির লক্ষ্যে মধ্য ও দক্ষিণ গাজায় অভিযান পরিচালিত হচ্ছে। নির্দিষ্ট কিছু স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে বলে তারা জানিয়েছে।

গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে চলমান দ্বন্দ্বের মধ্যেই সোমবার আইডিএফ ব্যাপক বিমান হামলা চালায়। এতে ৪০০-র বেশি ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে ১৫০ জনেরও বেশি শিশু ও কিশোর ছিল। এই হামলার ফলে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের কঠোর সমালোচনা চলছে, আর এর মধ্যেই তারা স্থল অভিযান শুরু করল।

এনএ/

দেখুন: ফিলিস্তিনে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন