ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
রোববার (৯ নভেম্বর) বিকেলে আখাউড়া পৌরশহরের সড়কবাজার এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক’—এই শ্লোগান সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
এ সময় নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমানের পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিনসহ দলীয় অন্যান্য নেতাকর্মীরা।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সিনিয়র সদস্য মুশফিকুর রহমান।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন


